প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২১, ২:২০ এ.এম
নান্দাইলের প্রয়াত শিক্ষক আব্দুস ছামাদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তৌহিদ সরকার নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজাপুর সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক প্রয়াত আলহাজ্ব মাওলানা আব্দুস ছামাদ স্মরণে তাঁর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন রাহিমা খাতুন জেনারেল হাসপাতালের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজাপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিন।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে উক্ত স্বরণ সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের
সেক্রেটারি জেনারেল,ওয়ালিউল্লাহ। আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুস ছাত্তার, শরীফুল ইসলাম, নুরুল হক ,আবু তাহের,আবু সাঈদ, শফিকুল ইসলাম, এমদাদুল হক, আব্দুস সামাদ, জালাল উদ্দিন মন্ডল ,মাহমুদ হোসেন, আব্দুর রাশিদ, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আব্দুস সাত্তার।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট প্রবীণ শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুস ছামাদ বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy