প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৯:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২১, ১:০৩ এ.এম
নান্দাইলের সৌদি প্রবাসী স্বামীর প্রতারণায় সর্বস্বান্ত টাঙ্গাইলের মেয়ে নুরজাহান
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2021/02/received_3759690760793396-1.gif?fit=720%2C428&ssl=1?v=1613415820)
তৌহিদুল ইসলাম সরকার:
ভালোবার ফাঁদে ফেলে বিয়ে করে নগদ ৩০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে প্রতারক স্বামী।এভাবেই এক প্রবাসীর প্রতারণায় সর্বস্ব খুইয়েছেন সৌদি প্রবাসী নারী নুরজাহান।সৌদি আরবে অবস্থান করা অবস্থায় দু'জনের পরিচয়। সে সূত্র ধরে সোহাগ ও নুরজাহানের মধ্য হয় প্রেম ও বিয়ে। আট মাস সংসার করার মধ্যে বিভিন্র অজুহাতে নগদ ৩০ লাখ টাকা সহ স্ত্রীর জমানো টাকা ও ১০ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে দেশে চলে আসে প্রতারক কথিত স্বামী সোহাগ। খবর পেয়ে এক সপ্তাহ পর স্ত্রী নুরজাহান,স্বামী সোহাগের গ্রামের বাড়িতে এসে অবস্থান নেয়।সেখানেও পাশবিক নির্যাতন ও মারধরের শিকার হন শশুর বাড়ির লোকজনের।খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ নুরজাহানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই নারী আহত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে।
ভুক্তভোগী নারী নুরজাহানের সাথে কথা বলে ও তাঁর লিখিত অভিযোগ থেকে জানা যায়, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের নূরুল ইসলামের কন্যা নুরজাহান বেগম গত প্রায় ১৪ বছর আগে সৌদি আরবে যায় কাজের সন্ধানে। সেখানে একটি মাদ্রাসায় ও একটি হাসপাতালের কাজে যোগদান করেন নুরজাহান।এর মধ্যে পরিচয় হয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের, জজ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৫) সঙ্গে।পরিচয়ের একপর্যায়ে দু'জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে ২০২০ সালের ৪ মে তাদের বিয়ে হয়।
ভুক্তভোগী নারী নুরজাহান আরও জানান,সংসার চলা অবস্থায় স্বামী সোহাগ দেশের বাড়িতে ঘর করার কথা বলে ও বিভিন্ন অজুহাতে কয়েক দফায় স্বামী সোহাগ তার স্ত্রী নুরজাহানের কাছ থেকে ৩০ লাখ টাকা নেয় বলে জানায় ভুক্তভোগী। গত ১৭ জানুয়ারি দু'জনের কর্মস্থলে চলে গেলে রাতে এসে দেখতে পান স্বামী সোহাগ মিয়া বাসায় আসেননি।পাঁচ ছয়দিন সৌদি পুলিশের সহযোগিতা নিয়ে সন্ধান করতে থাকে। অনেক জায়গায় খোঁজাখুজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে সোহাগের এক মামা (সৌদিপ্রবাসী) সবুজ মিয়ার মাধ্যমে জানতে পারেন সোহাগ বাংলাদেশে চলে গেছে। বাসায় এসে খোঁজ করে দেখতে পান তাঁর ড্রয়ারে থাকা সৌদি রিয়াল ( নগদ প্রায় আড়াই লাখ টাকা ) ও সুকেসে থাকা বিভিন্ন সোনার গহনা (যার পরিমাণ প্রায় ১০ ভরি) উধাও।এ ঘটনার প্রায় ২০ দিন পর তিনি দেশে এসে সরাসরি স্বামীর গ্রামের বাড়িতে এসে উঠেন।কথিত প্রতারক স্বামীর দেখা পেলেও স্ত্রী হিসেবে তাকে অস্বীকার করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে লাপাত্তা হয়ে যায় ওই প্রতারক। এরপর থেকে গত এক সপ্তাহ ধরে তিনি স্বামীর অপেক্ষায় থাকলেও রবিবার স্বামীর বাবা ও পরিবারের অন্যরা তাঁকে ব্যাপক নির্যাতন ও মারধর করে বের করে দেয়।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ওই নারী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন।
এ ব্যাপারে জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান,ঘটনার সুত্রপাত সৌদি আরবে।তবে স্বামী সোহাগ এর বাড়িতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওই নারীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষযে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy