নান্দাইলের-১২টি পরিবারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি তুহিন!!
প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
//আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে ভূমি ও গৃহহীন ১২টি পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহার সেমি পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উপজেলায় নির্মানকৃত ৫৩ হাজার ৩৪০ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসাবে নান্দাইল উপজেলায় ২য় পর্যায়ে নির্মিত ১২ সেমি পাকা ঘরের উদ্বোধন কার্য সম্পন্ন হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলার প্রশাসনিক সভা কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভুইয়া সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ১২ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি ও জমির দলিল বুঝিয়ে দেন।
দলিলে জমির মালিকানা স্বামী ও স্ত্রীর যৌথ নামে করে দেয়া হয়েছে। তাদের নামে স্থায়ী দলিলের পাশাপাশি নামজারি করে খাজনা দাখিলা সহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝি দেয়া হয়েছে।
Leave a Reply