তৌহিদুল ইসলাম সরকার :
নান্দাইলে মধ্যরাতে বিদ্যুতের শর্টসার্কিটের অগ্নিকান্ডে পুঁড়ে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠান পুঁড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১: টার দিকে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ দত্তপুর বাজারে। ব্যবসায়ীদের দাবি অগ্নিকান্ডে পুঁড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের, বেলালাবাদ দত্তপুর বাজারের মধ্যগলিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিদ্যুতের শর্টসার্কিটে শাহাবুদ্দিনের পেঁয়াজ রসুনের দোকানে আগুন লাগে। বাজারের পাহারাদারা আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। এতে আশে পাশের মানুষজন দৌঁড়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষণে জহিরুল কবির শ্যামলের ফার্মেসী, আব্দুর রব রিপনের ধান ও মাছের খাবারের দোকান, ওয়াহিদ মিয়ার মুদি দোকানের গুদাম ও সুজন শেখের ধানের গুদামে আগুন লাগে। এতে ৪ টি দোকান পুঁড়ে যায়।
ঔষধ ব্যবসায়ী জহিরুল কবির শ্যামল বলেন, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি। খবর পেয়ে গিয়ে দেখি দোকানের সবই পুঁড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৯ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. আসাদ উল্লাহ্ বলেন, বিদ্যুতের শর্টসার্কিটের আগুন লেগে যায়। মানুষজন ভয়ে পায় আগুন নেভাবে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটু দেরি হলে আশে পাশের সকল দোকানপাট পুঁড়ে ছাই হয়ে যেত।
নান্দাইল ফায়ার সিভিল সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম মুঠোফোনে বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে প্রায় ১৯ লাখ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy