তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ, কর্মসূচি'র আওতায় ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে নগদ চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
৩০ শে জুলাই (রবিবার) সকাল ১১:০০ টায় উপজেলা বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে ১১২ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ২২৪ বান ঢেউটিন ও জনপ্রতি ৬ হাজার টাকা করে ৬ লাখ ৭২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
নান্দাইল উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ'র সঞ্চালনায় ঢেউটিন ও চেক বিতরণ করেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি।
স্থানীয় সংসদ বলেন বিশ্বের মধ্যে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশের চিত্র পাল্টে দিয়েছেন।
দেশ ও জনগণের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে দেশের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণের বিভিন্ন উন্নয়ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy