তৌহিদুল ইসলাম সরকার: নিজস্ব প্রতিবেদক,
ময়মসিংহের নান্দাইলে ইজিবাইক উল্টে মুজাহিদ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায় শিশু মুজাহিদ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের খানপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।
২৭ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে যত্ন প্রকল্পের টাকা আনতে যাওয়ার পথে ইজিবাইক উল্টে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডষ্টোর চৌরাস্তা মোরে এই ঘটনা ঘটে।
এই এলাকার স্থানীয়রা জানান, আয়নাল হকের পরিবারটি অত্যন্ত দরিদ্র পরিবার তার শিশু পু্এ, যত্ন প্রকল্পের আওতায় টাকা পায়। আজ প্রতিবারের মত জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আলিয়া মাদ্রাসায় টাকা বিতরণ চলছে। সেই টাকা উঠানোর জন্য ইজিবাইকে করে তার মা পারভিন আক্তার এর সাথে সেখানে যাচ্ছিল।
ইজিবাইকটি সিডষ্টোর নামক চৌরাস্তা মোড়ে পৌঁছে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ রুপে উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে সে মাথায় মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়।
উপস্থিত জনতা দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এব্যাপারে জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি জানান শিশুর মা যত্ন প্রকল্পের টাকা নিতে আসার সময় এ দূর্ঘটনা ঘটে।নিহত শিশুটি খানপাড়া গ্রামের আয়নাল মিয়ার পুত্র বলে জানা যায়।
অটো চালক রায়পাশা গ্রামের হাবিবের পুত্র ইয়াসিন(১৮)কে স্থানীয়রা আটক করে ইউনিয়ন পরিষদে রেখেছে।
নান্দাইল মডেল থানা ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।