নিজস্ব প্রতিবেদকঃ(ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এবং উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টাবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, ওসি (তদন্ত ) আবুল হাসেম,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক মাহবুবুর রহমান বাবুল, শামছ ই তাবরীজ রায়হান প্রমুখ।
বক্তারা বাল্যবিবাহ নিরোধে নির্বাহী অফিসারের তৎপরতার প্রশংসা করে, মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, নান্দাইল বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্থকরণসহ পৌরসভা কর্তৃক নরসুন্দা নদীতে বর্জ্য না ফেলে পৌরসভার বাইরে খাস জমিতে ময়লা ফেলার জন্য ব্যাবস্থা গ্রহন করার তাগিদ দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy