নিজস্ব প্রতিবেদক :ময়মনসিংহ-
আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহের নান্দাইলে জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন, সমূর্ত্ত জাহান মহিলা কলেজের শিক্ষক ও সাংবাদিক অরবিন্দ পাল অখিল প্রমুখ।
বক্তারা কন্যা শিশুদের প্রতি বৈষম্য নিরসনে পরিবার থেকেই অনুশীলন করা শুধু তাই নয় মেয়েদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গী বদলানো খুব জরুরি বলে মনে করেন।