নান্দাইলে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঢেউটিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র ও গৃহহীনদের মাঝে ঢেউটিন বিতরণ করা
হয়েছে।
সোমবার (১২ জুলাই) মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন ট্রাস্ট মিলনায়তনে ২৯ জন হতদরিদ্র ও গৃহহীনদের মাঝে গৃহনির্মাণের জন্য প্রত্যেককে ২০টি করে ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়াও কয়েকজনকে গৃহনির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালি উল্লাহ, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার, কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিল প্রমুখ।
ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালি উল্লাহ জানান, আমরা অনেক যাচাই- বাছাই করে যারা প্রকৃত দরিদ্র যাদেরকে সহায়তা প্রদান করলে উপকৃত হতে পারে এমন লোকজনকেই দেওয়ার চেষ্টা করেছি।
ট্রাস্টের কো- অর্ডিনেটর মাওলানা তারিক জামিল বলেন ট্রাস্টের গৃহায়ণ প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদানকরা হয়েছে। ভবিষ্যতে আমাদের এই সহযোগীতা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy