তৌহিদুল ইসলাম সরকার,নিজস্ব প্রতিবেদক,
Facebook Twitter Instagram share
ময়মনসিংহের নান্দাইল পৌরশহরে গাছের পাকা আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোলন চৌহান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মে) সকাল সারে আটটার দিকে চারআনি পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত দোলন একই এলাকার মৃত জগোরো চৌহানের ছেলে।
Surjodoy.com
দোলন চৌহান স্থানীয় ভূমি অফিসে আউটসোর্সিংয়ে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়, সকালে দোলন চৌহান নিজের আম গাছের পাকা আম পাড়তে বসত ঘরের লাগোয়া নির্মাণাধীন একটি মার্কেটের টিনের চালের উপর উঠেন। এ সময় কাছ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক খোলা তারে
স্পর্শ লাগে তাঁর শরীর। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
The Daily surjodoy
পরে তাঁকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হযেছে।
The Daily surjodoy
জানা যায় দৌলন চৌহানের দুই বছরের একটি কন্যা সন্তান ও তিন মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া বইছে।
Leave a Reply