ময়মনসিংহের নান্দাইলে ২ ঘন্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। প্রথমে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের পশ্চিম দেউলডাংরা গ্রামে ও পরবর্তী পার্শ্ববর্তী আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীরচর গ্রামে পৃথক স্থানে এই ঘটনা দুটি ঘটে।
জানা যায়, শনিবার (১৪অক্টোবর) সকাল ৮:টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে নিজ পার্শ্ববর্তী শশুর বাড়িতে অটো রিক্সায় চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মোঃ মাসুদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
মাসুদ মিয়া দেউলডাংরা গ্রামের মৃত আঃ কদ্দুছ মিয়ার ছেলে।।
আর দিকে পার্শ্ববর্তী আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গীরচর গ্রামে ২ ঘণ্টার ব্যবধানে সকাল ১০টায় নিজ ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইসব আলী (৪৫) নামের আরোও একজনের মৃত্যু হয়েছে।
সে টঙ্গীরচর গ্রামের মৃত গোলাম আলী ব্যাপারীর ছেলে ইসব আলী।
স্থানীয় বাসিন্দারা মাওলানা নিজাম উদ্দিন, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির জানান শশুর বাড়িতে, অটো রিক্সা সার্চ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে হন। তখন স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ মিয়ার একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান ও স্ত্রী রয়েছে। সে পেশায় একজন অটো রিক্সাচালক ছিলেন, এই পেশাতেই তার পারিবারিক সংসার চালিয়ে যেতেন।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া,বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে ঘটনা সোনার পর,পরিবারের খোঁজখবর নিয়েছি। এলাকা ও পরিবারের মধ্যে শোকের ছায়া বইছে।
ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।পরিবারের আবেদনের পেক্ষিতে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত ব্যাক্তির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়া দিন আছে অপমৃত্যু মামলা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy