নিজস্ব প্রতিবেদক(ময়মনসিংহ)প্রতিনিধি,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল সদর ইউনিয়নের রসূলপুর বানিজ্য বাজারে নাজমুন্নাহার নামে এক নারীর ৪টি নির্মাণাধীন দোকান ঘর ভাংচুর করা হয়েছে।
সেই সাথে দুর্বৃত্তরা দোকানের টিনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার নাজমুন্নাহার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের স্কুল শিক্ষক ফজলুল করিমের স্ত্রী নাজমুন্নাহার ওই বাজারে ৯ শতাংশ জায়গার উপর টিনসেটের দোকান ঘর নির্মাণ শুরু করেন।
গত ০২ ফেব্রুয়ারি গভীর রাতে স্থানীয় নজরুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল হক(৫৩) এর নেতৃত্বে একদল লোক তার দোকান ভাংচুর ও নির্মাণাধীন মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় ৯৯৯ এ কল দিলে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও কিছু টিন জব্দ করে।
নাজমুন্নাহার জানান, পূর্ব শুত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে
দোকানপাট ভাংচুর করে নিয়ে যায।
তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ আমাকেসহ আমার স্বামী ও স্বাক্ষীদের প্রাণনাষের হুমকি দিচ্ছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান,অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy