তৌহিদুল ইসলাম সরকার:ময়মনসিংহ-
সারাদেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উৎযাপিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠান অএ স্টেশনের সিনিয়র লিডার শামছুদ্দিনের সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন ফায়ারম্যান রমজান আলী,পরেবক্তব্য রাখেন ফায়ারম্যান রফিকুল ইসলাম, ফখরুল আমিন,লিডার রুবেল মিয়া, সহকারী স্টেশন অফিসার জয়নাল আবেদীন, পরিশেষে স্টেশন অফিসার আব্দুল মালেক বলেনফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যক্রম সম্পর্কে সার্বিক ও বাস্তবিক কিছু দিক নির্দেশনা প্রদান করিয়া সভার কার্য্য সমাপ্তি ঘোষণা করেন এবং যান্ত্রিক র্্যালি অত্র স্টেশন হইতে বাহির হইয়া নান্দাইল চৌরাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করেন এবং সেখানে কিছু সময় অবস্থান করিয়া লিফলেট ও তাহার মূল্যবান বক্তব্য জনগণের সামনে পেশ করেন ও অত্র বিভাগের সুনাম অক্ষুন্ন রাখেন ও সভার সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy