নান্দাইলে বজ্রপাতে ১ জন নিহত,আহত ১
তৌহিদুল ইসলাম সরকার:নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ৬নং রাজগাতি ইউনিয়নে উলুুহাটি গ্রামে রবিন মিয়া (১৪)নামের এক কিশোর বজ্রপাতে নিহত হয়েছেন।
নিহত রবিন উলুহাটি দক্ষিনপাড়া গ্রামের আলাল উদ্দিনের পুত্র বলে জানা যায়।
আজ দুপুর ২ টার দিকে নান্দাইলে আকাশের অবস্থা ভাল ছিল না। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এ সময় রবিন মিয়া বাড়ী হইতে মাঠে কৃষি জমিতে কাজের উদ্দেশ্যে বের হয়।
কিছুটা দূর যাওয়ার পথে রাস্তার উপর একটি ব্রিজের উপর যেতে না যেতেই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় এতে বজ্রপাতে ঘটনা স্থলেই রবিন নিহত হয়।
এবং দুলাল মিয়া (৫২) নামে একজন আহত হয়েছে। জনাযায় দুপুর ২.১৫ মিনিটের সময় মাঠে কৃষি জমিতে কাজ করতে যায় এসময় ব্রীজের উপর আসা মাত্রই এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহত দুলাল মিয়াকে তার পরিবার চিকিৎসার জন্য নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত রবিনের অকাল মৃত্যুতে তার পরিবার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বইছে।