তৌহিদুল ইসলাম সরকার,নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইলে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে চালক নিহত হয়েছে।
১১ এপ্রিল (রবিবার) সকাল ৮ টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল পৌর সদরের চন্ডিপাশা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আজহারুল ইসলাম (৩২) জানা যায় আজারুল ইসলাম কিশোরগঞ্জ সদরের একরামপুর গ্রামের আবুল কালামের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি,মাসুদ খান জানান, ট্রাকটি বালু বোঝাই করে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল।
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারে চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy