তৌহিদুল ইসলাম সরকার:ময়মনসিংহ-
ময়মনসিংহেরর নান্দাইল উপজেলার ঘোষপালা নামক স্থানে মাইক্রো ও পিকআপের মুখামুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। নিহতরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম (৩২),শিশুপুত্র তোরান (৫) । নিহত ফাহাদ শেরপুর জলংগার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা যায় শনিবার (১৯সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর বিলাস ভ্রমনে মাইক্রো বাস যোগে নিকলী যাচ্ছিল। সকাল সাড়ে ৯ টায় কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল ঘোষপালা এলাকায় রাস্তায় পড়ে থাকা মৃত কুকুর কে সাইট কেটে যাবার সময় বিপরীতমুখী পিক আপের সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে পিতা ও পুত্রের মৃত্যু হয়।
আহতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার হানিফের মেয়ে শারমীন (১৮),মনিরুজ্জামানের স্ত্রী শাহনাজ(২৫),হাফিজ উদ্দীনের স্ত্রী ঝর্ণা (৪৫)। শেরপুর শ্রীবরদী উপজেলার ফাহাদের স্ত্রী রেবু (২৫), হুমায়ুনের স্ত্রী হাসিনা শাহিন রোজি( ৫২) পুত্র হোসাইন আহমেদ (৩০),মেয়ে বন্যা (২০), লাজু মিয়ার পুত্র জারিফ(১২),বাবুল মিয়ার স্ত্রী ফেরদৌসি (৫২)। শেরপুর ভারুভাদার তালুকদারের স্ত্রী জেবু (৩৫) ময়মনসিংহ সদরের তারা মিয়ার পুত্র শামীম ( ২২)।
আহতদেরকে প্রথমে নান্দাইল উপজেলা উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy