তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ-
ময়মনসিংহ নান্দাইলে আজ দুপুরে বজ্রপাতে আজাহারুল নামে এক যুবকের মৃত্যু হয়।খোঁজ নিয়ে জানা যায়, সিংরইল ইউনিয়নের তেলিয়া গ্রামের লোকমান হোসেন র এক মাত্র ছেলে আজহারুল (১৫) সে শকের বশবর্তী হয়ে বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল, আব্দুল মালেক ভূঁইয়া সাহেবের ফিশারির উত্তর পাশে আনুমানিক দুপুর ১ ঘটিকার সময় মাছ ধরতে যায় আজারুল, যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আকাশে বিদ্যুৎ চমকায় ও বজ্রপাতে তার মৃত্যু হয়। সে সময় তেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা খেলার মাঠে ফুটবল খেলতে গিয়ে দুপুর ২ ঘটিকার সময় থাকে দেখতে পায় ও এক ছাত্র দৌড়ে এসে বাড়িতে জানায়,খবর পেয়ে তার মা-বাবা বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।