প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ৯:০৪ পি.এম
নান্দাইলে যাত্রী সেজে ছুরিকাঘাতে চালককে হত্যা ইজিবাইক ছিনতাই
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2021/11/FB_IMG_1635920093002.jpg?fit=720%2C1092&ssl=1?v=1635951820)
তৌহিদুল ইসলাম সরকার,নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইলে যাত্রী সেজে অভিনব কায়দায় গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে
২ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর নামক স্থানে বালুয়া পুকুরপাড় সাবেক মেম্বার আব্দুর রহিম সাহেবের বাড়ির পাশে নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
এখানে স্থানীয় ব্যক্তিরা জানান রাস্তা দিয়ে চলার পথে পথচারীরা দেখতে পায় এক যুবক তার বুকে একটি ছুরি ঢোকানো রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে রয়েছে।
পরে পথচারী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবকের বাড়ি পাশবর্তী হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২০)।
নিহত যুবকের পরিচয় নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের নাম মোশারফ হোসেন (২০) সে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেল।
তিনি আরো জানান কিশোরগঞ্জের সদর বটতলা থেকে তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে এখানে এনে এই ঘটনা ঘটিয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে,ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy