নান্দাইলে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন
প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের নান্দাইলে করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের তৎপরতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
৩ জুলাই (শনিবার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর,সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক।
তার নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ প্রমুখ।
সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নান্দাইল পুরাতন বাজার,জামতলা বাজার,নান্দাইল চৌরাস্তা বাজার, তারের ঘাট বাজার এবং মেরেঙ্গা বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫ টি মামলায় ১৫ জনকে ১৪ হাজার ১০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাস্ক পরিধান না করে বাইরে বের হওয়া, কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া, অননুমোদিত দোকান খোলা রাখা, অননুমোদিত যানবাহন চালনা,স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করা,চায়ের দোকানে বসে আড্ডা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে এসব জরিমানা করা হয়। পরে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy