স্টাফ-রিপোটার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামের অটোরিকশাচালক স্বামী খায়রুল মিয়া(২৭)’র বাড়িতে ঘরের আড়ায় গৃহবধূ সাবিনা ইয়াসমিন (২৩)’র ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের ১৩ দিন পর দুই আসামিকে গাজীপুর জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গৃহবধূ সাবিনা ইয়াসমিনের ভাসুর ইয়াসিন (৪৫)ও জা চন্দনা(৩৫)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করে নান্দাইল মডেল থানা পুলিশ। তার আগে সোমবার(১০ আগস্ট) দিনগত রাতে গাজীপুর জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম থেকে আসামি গৃহবধূর ভাসুর ইয়াসিন ও তার স্ত্রী চন্দনাকে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ সাবিনা ইয়াসমিন’র ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের ১৩ দিন পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে সোমবার দিনগত রাতে ২ আসামিকে গাজীপুর জেলা সদরের পাঁচ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেফতার করে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আহম্মেদ গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বাকী আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে । প্রসঙ্গত, গত ২৯শে জুলাই নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামের অটোরিকশাচালক স্বামী খায়রুল মিয়ার বাড়িতে ঘরের আড়ায় গৃহবধূ সাবিনা ইয়াসমিনের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীর বাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বলে চালালেও সাবিনার মা বলছেন, ‘এটি ছিলো পরিকল্পিত হত্যাকান্ড।’ সেইসাথে সাবিনার মা বাদী হয়ে থানায় মামলাও করেন। পরে এঘটনায় গত বুধবার(৫ আগস্ট) হত্যাকান্ডের প্রতিবাদে ৩ দফা দাবী নিয়ে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে এক নাগরিক অবস্থানের ডাক দেয় যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট। সে সময় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে ৭২ ঘন্টার আল্টিমেটামও দেয়া হয় সেদিন। পরবর্তীতে গত রোববার (০৯ আগস্ট) সকাল ১০ টায় ফের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইউএনও অফিস অভিমুখে এক গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছিল যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট।
Leave a Reply