প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২১, ১২:২৬ এ.এম
নান্দাইলে ৫ তরমুজ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2021/04/FB_IMG_1619544970727.jpg?fit=638%2C408&ssl=1?v=1619547961)
তৌহিদুল ইসলাম সরকার,নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহের নান্দাইলে তরমুজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করা হয়।
২৭ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে নান্দাইল নতুন বাজার, বাসস্ট্যান্ড বাজার ও চৌরাস্তা বাজারে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
এ সময় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় ও ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী পাঁচটি মামলায় ৫ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং সকল পাইকারী ও খুচরা বিক্রেতাকে সতর্ক ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক বলেন, অতিরিক্ত দামে তরমুজ বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় তরমুজ ব্যাবসায়ীদের এই জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন নান্দাইলবাসীকে ন্যায্যমূল্যে তরমুজ ক্রয় করার পাশাপাশি কোনো ফল বিক্রেতা অতিরিক্ত মূল্যে কিংবা কেজি দরে তরমুজ বিক্রি করলে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy