তৌহিদুল ইসলাম সরকার,নিজস্ব প্রতিবেদক,
নান্দাইল বাজার -জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজার রাস্তা ৩১ ৩১শে অক্টোবর (রবিবার) প্রশস্তকরণ ও সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বহুল প্রত্যাশিত রাস্তাটি মেরামতে ব্যয় হবে ১২ কোটি ৫৫ লাখ টাকা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অবস্থিত ছিলেন, নান্দাইল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিক উদ্দিন ভূঞা, জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী , ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য লুৎফুন্নাহার লাকী, স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলীগণ, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান হুমায়ুন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমার রিপন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
উক্ত রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পরেছিল। জাহাঙ্গীরপুর ইউনিয়ন, আচারগাঁও ইউনিয়নের একাংশ, নান্দাইল পৌরসভার একটি ওয়ার্ডের প্রায় ৭০ হাজারের অধিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।ভূক্তভোগী জনগণ জাতীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে বিশেষ মোনাজাত এর মাধ্যমে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এ কে এম মোশাররফ হোসেন।
Leave a Reply