নান্দাইল পৌরসভার করারোপ ছাড়াই ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা
প্রতিবেদক : তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার করা রোপ ছাড়াই ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে নতুন কোনো করারোপ করা ছাড়াই মোট ৩৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার ২৪০টাকার বাজেট ঘোষণা করা হয়।
সোমবার (২৮জুন) পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে পৌর সচিব মাহতাব হোসেনের উপস্থাপনায় কাউন্সিলর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,পৌর প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভুইয়া, সহকারী প্রকৌশলী শাহানূর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply