নান্দাইল পৌরসভার করারোপ ছাড়াই ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা
প্রতিবেদক : তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার করা রোপ ছাড়াই ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে নতুন কোনো করারোপ করা ছাড়াই মোট ৩৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার ২৪০টাকার বাজেট ঘোষণা করা হয়।
সোমবার (২৮জুন) পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে পৌর সচিব মাহতাব হোসেনের উপস্থাপনায় কাউন্সিলর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,পৌর প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভুইয়া, সহকারী প্রকৌশলী শাহানূর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy