নান্দাইল রসুলপুরে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে যুবক খুন আহত ৩
তৌহিদুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে বুধবার ( ০৪ আগষ্ট) দুপুরে এক সংঘর্ষের ঘটনায় সুমন আকন্দ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল আজিজ আকন্দ। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
জানা যায়, উত্তর রসুলপুর গ্রামের মাসুদ আকন্দ ও তার চাচাতো ভাই মো: সুমন আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মারামারি ও মামলা মোকাদ্দমার ঘটনাও ঘটে।
এ অবস্থায় বুধবার সকালে মৃত আঃ হামিদের পুত্র মাসুদ আকন্দ বিরোধপূর্ণ জমিতে ধান রোপন করতে গেলে সুমন এতে বাধা দেয়। এ নিয়ে দুপুরের দিকে সংঘর্ষ বাঁধলে প্রতিপক্ষের ধারালো দায়ের আঘাতে সুমন গুরুতর ভাবে জখম হয়। পরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংঘর্ষের ঘটনায় আ: রাজ্জাক(৩৫), মাসুম আকন্দ(৩২) ও আজিজুল ইসলাম(৩৪) গুরুতর আহত হয়। তাদেরকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনাটি ঘটেছে। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy