তৌহিদুল ইসলাম সরকার: নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির আয়োজনে সাব-রেজিস্ট্রার মো.ওমর ফারুক ও দলিল লিখক সমিতির যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৬ই ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোর ৬ঃ৩০ মিনিটে সাব-রেজিস্ট্রারের উদ্যোগে সাব- রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখক সমিতির সদস্যদের নিয়ে নান্দাইল কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার সকল অফিসারগনের সাথে পুষ্পস্তবক অর্পণে অংশ গ্রহণ করেন দক্ষ সাব-রেজিস্ট্রার ও বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো.ওমর ফারুক।
পুষ্পস্তবক অর্পণের পর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় তার বক্তব্যে তিনি সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
বিজয়ের এ মাসে শ্রদ্ধাবনত চিত্তে তিনি স্বরণ করেন, স্বাধীন বাংলাদেশের রুপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তাছাড়া তিনি জাতীয় চার নেতা,শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরমুক্তি সেনা,ত্রিশ লাখ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোনসহ মুক্তিকামী নাগরিকদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদের স্বরণ করে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযোদ্ধের প্রতি উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার কল্যাণে কাজ করে যেতে সকলকে আহবান জানান।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ও জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মফিজ উদ্দিন তালুকদার, নান্দাইল দলিল লেখক সমিতির নেতা আবু বক্কর সিদ্দিক,আজহারুল ইসলাম খান সিদ্দিক, সাবেক যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম সরকার, হাজী এনামুল হক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির মোজাম্মেল হোসেন খান, ইছাহাক মিয়া,সাদেক সরকার, আঃ মতিন, আব্দুর রশিদ, উজ্জ্বল সরকার, নজরুল ইসলাম, আবুল হাসেম, এনামুল হক ফকির,রায়হান উদ্দিন ভুঞা, আনোয়ার হোসেন সরকার,আব্দুল কাদির সরকার,শাহজাহান ভূঞা সরকার ,হারুন অর রশীদ, পাভেল সরকার , মোহরার জিন্নত পলাশ,মোবারক হোসেন, রাসেল,সুমন,হিমু রাণী, মুঞ্জু আরা বেগম প্রমুখ। এছাড়া অফিসের কর্মচারী ও দলিল সমিতির সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy