প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৭:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৭:২৩ পি.এম
নাভারনে ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক ২০দিন পর উদ্ধার
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা নাভারণ ক্লিনিক থেকে এক দিনের বয়সের নবজাতক চুরির ২০দিন পর পিবিআই এর একটি চৌকসদল উদ্ধার করেছে।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা হতে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত শিশুটিকে তার মায়ের কাছে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোর জেলার একটি চৌকসটিম মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা হতে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য,গত ৯ সেপ্টেম্বর দুপুর ২ টা ২০ মিনিটের মধ্যে যে কোন সময় প্রকাশ্যে শার্শা উপজেলার নাভারন বাজারে অবস্থিত নাভারণ ক্লিনিকের বেড থেকে ১ দিনের বয়সের নবজাতক শিশুটি চুরি হয়। এ সংক্রান্তে শার্শা থানায় মামলা হয়।
মামলা নং ১৪ তারিখ ৯/৯/২১ ইং ধারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ২০১২ এর ১০(২) রুজু করা হয়। পিবিআই এর তৎপরতায় অবশেষে বিশদিন পরে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করতে সক্ষম হন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy