রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
গতিসীমা মেনে চলি.সড়ক দূর্ঘটনা রোধ করি.
এই শ্লোগানকে সামনে রেখে নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালী আয়োজন করে। সড়ক দিবসে যানবাহন মালিক ও শ্রমিক এবং জনসাধারণকে জনসচেতন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহবান জানান। যশোরের শার্শা উপজেলার নাভারন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সকাল ১১টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস পি সার্কেল আলী আহম্মেদ হাসমী ও হাইওয়ে ফাড়ি ইনচার্য আসাদুজ্জামান.অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন শার্শা সাংবাদিক কল্যান সংগঠনের সভাপতি সাংবাদিক আমিনুর রহমান. এস এ টিভির ইসমাইল হোসেন.মফিজুর রহমান বিষু.জসীম উদ্দিন.যুবলীগ নেতা জাকির হোসেন.উজ্জল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে র্যালী সহকারে নাভারন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।