নারায়ণগঞ্জ : ‘বন্ধ করা’ নারায়ণগঞ্জের পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ফের খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কোনো নোটিশ ছাড়াই গত ১৪ মে থেকে নারায়ণগঞ্জ ভিত্তিক পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ‘ব্লক’ দেখাচ্ছে। এসব নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে এর সম্পাদকরা কিছুই জানেন না। তাদেরকে কোনো নোটিশ করা হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, গডফাদারসহ সমাজের নানা অন্যায় অবিচারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করছে সাংবাদিকরা। ওই সংবাদ প্রকাশের কারণে প্রভাবশালী গোষ্ঠী তাদেরকে দমিয়ে রাখতে অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধ করে দিয়েছে।
অবিলম্বে নিউজ পোর্টালগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়ের সভাপতিত্বে প্রদীপ ঘোষের সঞ্চালনায় বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠি জেলার সভাপতি জাহিদুল হক, সমমনার সভাপতি দুলাল সাহা, খেলাঘর আসর জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক মহসিন, জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি তরিকুল সুজন, শরীফ সুমন, মোস্তাক আহম্মেদ শাওন,সৌরভ হাসান প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy