নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩
| ১৫ জুন ২০২১ | ২:২৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩
FacebookTwitterShare
মরণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩ হাজার ৪৯৯ জনে। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ২১৯ জনেই আছে। তাছাড়া এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ১৩৬ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ১৩ হাজার ৮১২ জনের।
মঙ্গলবার ( ১৫ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
Surjodoy.com
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১১১ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩৩ জন, সদরে মারা গেছেন ৪৩ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৬৯ জন, বন্দরে মারা গেছেন ৯ জন ও আক্রান্ত হয়েছেন ৮৭৬ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৩ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৮ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৬ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৯১২ জন
The Daily surjodoy
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy