নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে করোনা চিকিৎসায় একমাত্র স্বীকৃত ৩০০শয্যা হাসপাতাল (খানপুর)
আজ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। আইসিইউ সেবা দিতে সদর-বন্দর আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমান আইসিইউ সেবার উদ্বোধন করেন।সেলিম ওসমান বলেন বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস নারায়ণগঞ্জের জনতা ব্যাপক ভাবে সংক্রমিত হচ্ছে। আক্রান্তকে তাৎখানিক চিকিৎসার সু ব্যাবস্থা নিশ্চিত যেন করা যায় সেই চেষ্টাটাই করা হলো।তিনি সবাইকে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান,সেই সঙ্গে সকলের সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
হাসপাতালটির তত্বাবধায়ক ডা.গৌতম রায় বলেন মানব সেবার চেয়ে বড় কোন সেবা নেই। আমরা আমাদের সাদ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাবো। ডা.গৌতম রায় আরো বলেন,করোনা চিকিৎসায় ইতিমধ্যেই ১০টি বেডসহ সরঞ্জামাদি নিয়ে এখন আমরা প্রস্তুত। এরআগে, গত ৬মে প্রধানমন্ত্রী’র নিদের্শের ২০দিনের মাথায় খানপুরে চালু হয়েছিল করোনা টেস্ট ল্যাব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy