আলী আজগর পনীর | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
নারীরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহনকারী: পরিকল্পনামন্ত্রী
নারীরাই ভবিষ্যতের অগ্রগতির মশাল বহনকারী বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, নারীদের শুধু স্বপ্ন দেখে নয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে।
বুধবার ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন উপজেলার দুঃস্থ ও অসহায় নারীদের আয়বর্ধক কার্যক্রম বিষয়ে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন ও ন্যাচারাল ডাই প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শক্তি দিয়ে নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই স্বাধীন দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষাসহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শহরতলির পশরা নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব এ.টি.এম. নাসির মিয়া, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ঢাকা এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুকসানা প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy