প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২০, ৫:১৯ পি.এম
নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণ
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
করোনা সময়ে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার রংপুরেও বেড়েছে নারী ও শিশুর প্রতি নির্যাতন। বাড়ছে পারিবারিক সহিংসতা, ধর্ষণ, আত্মহত্যা ও খুনের মতো বাড়ছে। এসব নির্যাতনের কারন অনুসন্ধ্যান এবং তা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মিডিয়ার ভুমিকা গুরুত্বপূর্ণ। তাই দারিদ্রতা, অশিক্ষা, বিষন্নতা ও মানসিক ভারসাম্যরোধে গনমাধ্যম প্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
আজ দুপুরে রংপুর প্রেসক্লাবে রোকেয়ার জন্মভুমি পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার আয়োজনে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে মিডিয়ার সাথে এক আলোচনায় বক্তারা এসব অভিমত দেন। পায়রাবন্দ আদর্শ মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন দিলারা আফরোজ পল্লবীর সভাপতিত্বে প্রেসক্লাব সভাপতি আব্দুর রশিদ বাবু, প্রবীন সাংবাদিক লেখক ও গবেষক আফতাব হোসেন, ব্রাকের বিভাগীয় কর্মকর্তা সেলিনা বেগম, মাহবুবুল ইসলাম, আব্দুর রহমান মিন্টুসহ সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy