আবুল হাশেমঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন অমি(২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো: জাকির হোসেন অমি(২৮) রাজশাহী জেলার বাগমারা থানাধীন বাজেকোলা কাজিহাটা এলাকার মো: আমির হোসেন সরদারের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকার বাসিন্দা। জাকির হোসেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।