ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি আগের মতোই সংকটাপন্ন অবস্থায় আছেন।
মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান কনক কান্তি বড়ুয়া বলেন, তাঁর কোনো উন্নতি হয়নি। তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, কোনো রেসপন্স নেই। গত পরশু যেমন দেখে এসেছিলাম তেমনি আছেন। ওইদিন কনক কান্তি গণমাধ্যমকে জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন, তিনি ‘ডিপ কোমা’য় আছেন।
গত ১ জুন করোনা উপসর্গ নিয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। পরীক্ষা-নিরীক্ষার পর নাসিমের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন। গত শুক্রবার ভোররাতে ব্রেইন স্ট্রোক করেন নাসিম। তাঁর মস্তিষ্কে দ্রুত অস্ত্রোপচার করা হয়। এরপর আর জ্ঞান ফেরেনি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর।