তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদক,
নোবেল করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।
এসআই (নিরস্ত্র) নাজিম উদ্দিন (৪১) তিনি তার অভিজ্ঞতায় সুনামের সহিত ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) সকালে ৭.২০ মিঃ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও গ্রামে ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন ।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
Leave a Reply