আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় শিশু রবিউল ইসলাম (১০) হত্যা মামলায় গ্রেপ্তার কিশোর আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিন বিকেলে ঢাকার একটি আদালতে ওই কিশোরের জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর বিচারিক আদালত কিশোরকে গাজীপুরের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রোববার আশুলিয়ার দূর্গাপুর এলাকার একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে পুলিশ রবিউল ইসলাম নামে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে। এর আগে ৩ দিন রবিউল নিখোঁজ ছিল।
আদালতে দেওয়া কিশোরের ভাষ্য তুলে ধরে আল মামুন বলেন, রবিউল ওই কিশোরের বাসায় খেলতে গিয়েছিল। খেলার ছলে তারা পরস্পরকে ঘুষি মারে। রবিউল দেয়ালে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। ওই কিশোর বিষয়টি কাউকে না জানিয়ে সিঁড়ির নিচে রবিউলের দেহ কার্টন ও পুরাতন কাপড় দিয়ে ঢেকে রাখে। তিন দিন পরে মরদেহ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
Leave a Reply