রেখা মনি,নিজস্ব প্রতিবেদকঃ
তৃতীয় ধাপের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
রোববার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের করিমপুর নেছারীয়া মাদরাসা কেন্দ্রে তিনি নিজ ভোট প্রদান করেন।
জানা গেছে, তৃতীয় ধাপে লালমনিরহাটের সদর ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ বাড়িতে আসেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার নিজ ইউনিয়ন তুষভান্ডারের করিমপুর নেছারীয়া মাদরাসা ভোট কেন্দ্রে ভোট দিতে দুপুর ২টায় কেন্দ্রে পৌঁছান তিনি।
ভোটের রীতি মেনে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে কেন্দ্র ত্যাগ করেন মন্ত্রী।
মন্ত্রীর নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ।
মোটরসাইকেল প্রতীকে নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা বেগম।
সাজেদা বেগম কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদের স্ত্রী। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্ত্রীর নিজ পরিবারে নৌকার বিদ্রোহী প্রার্থী থাকায় জেলাবাসীর নজর এখন তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তাই এই ইউপি নির্বাচনকে ঘিরে বেশ আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy