নওগাঁর পোরশায় নিতপুর গানইর গ্রামের অবিশ্বাস্য রাস্তা করে দেখালেন গানইর গ্রামের লোকজন।এলাকার লোকজন প্রায় ১০কি.মি.রাস্তা নিজ উদ্যোগে, তৈরী করতে মাঠে নামলেও। বর্তমানে ৬ কি.মি.রাস্তা প্রস্তুত করা হয়েছে,বাকি ৪কি.মি. রাস্তার কাজ আর্থিকের অভাবে ধীর গতিতে চলছে,যা নিতপুর গানইর থেকে কোচনা গ্রাম ভেদ করবে। গানইর বাসির আকুল আবেদন এই যে, এই রাস্তা দিয়ে প্রায় ১৭,০০০একর জমির ধান নিয়ে যেতে কৃষকরা নাস্তানাবুদ হয়ে যায়। অত্র পোরশায় জরিপ করে দেখা যায় যে, ৪ভাগের ২ভাগ জমি নিতপুর গানইরে চাষাবাদ হয়ে থাকে,ধান উৎলন কালে হাল্কা বৃষ্টি হলেই রাস্তা দিয়ে মানুষতো দুরের কথা গরু গাড়িও যাওয়া সম্ভাব না। তাই তারা নিজ উদ্যোগে গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি নির্ধারিত চাঁদা উঠিয়ে রাস্তার কাজ করতে শুরু করে,যা ৫লক্ষ টাকা ব্যয় করে প্রায় ৬কি.মি.রাস্তার প্রস্তুত করেন। এবং উদ্যোক্তা হিসাবে সর্বদা কাজ করে যাচ্ছেন, মোঃ মনিরুল ইসলাম বাদশা (৩০) মোঃ আলমগীর (৩৪),মোঃ সফিকুল (৪০),মোঃ রাকিবুদ্দীন(৩৯) মোঃ সেলিম (৫০) মোঃ হাসান(৪২)
মোঃ তরিকুল (৪১) মোঃ আতারুল (৩৮) মোঃ ফারুক (৩৫) মোঃ মফিজুল(৩০) মোঃ আঃ রাজ্জাক(৩৫) তোজাম্মেল(৪২) এদের কাজে খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিক আবেগ আপ্লুত হয়ে যান। পোরশা উপজেলার সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ্ মোঃ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, তিনি খুশি হয়ে বলেন সত্যিই আমাদের গানইরের কৃষক ভায়েরা যা করে দেখালো তা আমি কল্পনাও করতে পারিনী।তিনি তাৎক্ষণিক খুশি হয়ে, সীমিত আকারে আর্থিক অনুদান দিয়ে পরবর্তী তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সেই সাথে ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও ১নং নিতপুর ইউ পি চেয়ারম্যান,আলহাজ্ব শাহ মোঃ আবুল কালাম চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান। সহ আরও স্থানীও লোকজন এই রাস্তা হওয়াই অনেক খুশি।তাদের আশা সরকার যেন বাকি রাস্তার কার্যক্রম হাতে নেই
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy