নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)এর নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর বিওপি হতে ১ কিঃমিঃ দক্ষিণে সীমান্ত পিলার ২৩০/১০ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া ফুটবল মাঠ হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় নাগরিক ২ জন কে আটক করেন।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুল ইসলাম জানান ২৪ এপ্রিল বেলা সাড়ে ১২ টার দিকে নিতপুর বিওপির টহলদল আটক করে এই ২ ভারতীয় নাগরিককে।
আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে ১ টি বাটন মোবাইল সীমসহ (Samsung duos sm-313E) ভারতীয় ২০০ টাকা এবং বাংলাদেশী ১০০ টাকা পাওয়া যায়।
আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের ১ নং গেইট দিয়ে এনআইডি কার্ড জমা দিয়ে ধানের জমি দেখতে যাবো বলে আসেন।
আটককৃত নারীকে জিজ্ঞাসা করলে জানায় সরাইগাছি মা ও দাদার সঙ্গে দেখা করতে যাবে বলে জানায়।
সোর্সের মাধ্যমে জানতে পারি তারা অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ভারতে নিয়ে যায় এবং ভারতীয় নাগরিক বাংলাদেশ নিয়ে আসে।
আটককৃত নাগরিকঃপ্রশান্ত সরদার (৩৯) পিতাঃ মৃতঃ জলোদাস সরদার গ্রামঃ ফুলবাড়ি পোস্টঃ ভূতেষ রায় কলোনী থানাঃ ইংলিশ বাজার জেলাঃ মালদা মানো সরদার (৩৮) স্বামীঃ তপন সরদার গ্রাম : বাহাদুরপুর ডাকঘর : মানিককুরা উপজেলা: হবিপুর জেলাঃ মালদা, তাদের রাত ১১ টার দিকে পোরশা থানা হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy