ছবিতে নির্যাতন করা ছেলেটির নাম শওকত পিতা: জহির আহমেদ।
চকরিয়া বরইতলী ইউনিয়ন পহরচাঁদা হাপানিয়া কাটা ৮নং ওয়ার্ড এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর পরিচয়।
নুর আয়েশা বেগম, স্বামী: আলী হোসেন। পহরচাঁদা হাফালিয়া কাটা বরইতলী ইউনিয়ন।
ঘটনার বিবরণ: কিছুদিন আগে শওকতের কাছ থেকে ২৫০০ টাকা ধার নেন নুর আয়েশা বেগম। সেটা দিগুন সুদ দিয়ে ৫০০০ টাকা পরিশোধ করেন। তারপর আরো দুই হাজার টাকা দাবি করে। ওই টাকা পরিশোধ করতে না পারায়। অসহায় মহিলাটাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করেন শওকত।
Leave a Reply