প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ২:৪২ এ.এম
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই-আব্দুল কাইউম সরকার
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করণে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ অক্টোবর) দুপুরের জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আয়োজনে খাদ্যের নিরাপদতা শীর্ষক ট সেমিনার অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)আব্দুল কাইউম সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক আব্দুল আলীম,জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সোলায়মান আলী,জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী,পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না,পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজুর রহমান,জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনুসহ আরো অনেকেই।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল কাইউম সরকার তার বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই,তিনি আরো বলেন এ দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমাদের দেশকে আরো এগিয়ে নিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে এবং আমাদের উৎপাদিত খাদ্য যদি নিরাপদ হয় তাহলে দেশের অভাব মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সুযোগ রয়েছে। এনফোর্সমেন্টের মাধ্যমে জরিমানা করা আমাদের কাজ নয়। আমাদের লক্ষ্য হলো খাদ্যের নিরাপত্তা বজায় রাখা এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সবার জন্য নিরাপদ খাদ্যের মান বজায় রাখা। পরিশেষে তিনি সবাইকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে চলার পরামর্শ প্রদান করেন।
এসময় জয়পুরহাট জেলার সরকারী বিভিন্ন দফতর প্রধান,সাংবাদিক,ব্যবসায়ী,রেস্তোরা মালিক সমিতি, বেকারী মালিক সমিতি ও চালকল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy