প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ১:৫৯ এ.এম
নিরাপদ ফুলবাড়িয়া গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ওসি মোল্লা জাকির হোসেন
নিরাপদ ফুলবাড়িয়া গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ওসি মোল্লা জাকির হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার নবাগত ওসি মোল্লা জাকির হোসন গত ১৩ই জুলাই মঙ্গলবার রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। ফুলবাড়িয়া থানা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসআই রুবেল খানের পারিচালনায় অনুষ্ঠিত
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ফুলবাড়িয়া রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক রফিক আহমেদ মিঠু,ফুলবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক,প্রেস ক্লাব ফুলবাড়িয়া সহ সভাপতি গোলাম ফারুক আকন্দ,সাপ্তাহিক ফুলখড়ি সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম খান,সাংবাদিক হাবিবউল্লাহ হাবিব প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নবাগত ওসি মোল্লা জাকির হোসন বলেন,তিনি শেরপুর জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) থেকে বদলী হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে গত ১১-৭-২০২১ইং তারিখে যোগদান করেন।এর আগে তিনি খুলনা জেলার রূপসা থানা,সাতক্ষীরা,মুন্সীগঞ্জে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি আরও বলেন,আমরা জনগনের পুলিশ হতে চাই। মাদক,জুয়া এবং নারী শিশু নির্যাতন সহ সকল ধরনের অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।জনগণের পুলিশ হিসাবে আইজিপি স্যারের পাঁচ নির্দেশনার বাস্তবায়নই আমার মূল উদ্দেশ্য।এটা বাস্তবায়ন করতে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy