1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
নির্বাচনকে সামনে রেখে  সীমান্ত পথে আসছে অবৈধ অস্ত্র ও মাদক 
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দৈনিক সূর্যোদয়ের প্রতিনিধি সম্মেলনের জন্য রেজিস্ট্রেশন চলছে,, ঢাকা ১০ আসনের সাবেক এমপি শফিউল উত্তরা থেকে গ্রেফতার ফুলবাড়ীতে শীতের উপহার নিয়ে এলেন মানবতার ফেরিওয়ালা দেশে আর মুজিববাদ ফিরে আসবে না- ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ  খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮ লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলার আসামি আব্দুল খালেক বাদল -ঢাকা থেকে গ্রেপ্তার চিকিৎসা সেবায় গাফিলতি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে পড়ে রোগীর মৃত্যু উলিপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২০২৪ অনুষ্ঠিত বর্ষীয়ান রাজনীতিবিদ এস এ খালেকের ইন্তেকাল

নির্বাচনকে সামনে রেখে  সীমান্ত পথে আসছে অবৈধ অস্ত্র ও মাদক 

  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৩১ এএম
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর সেতুর উত্তর পাড়ের গোলাবাড়ী রোডে,বিবির বাজার ও কটক বাজার রোডে ভয়ঙ্কর সিন্ডিকেট সক্রিয়। একাধিক সূত্র ধরেই জানা যায় যে আন্তর্জাতিক কারবারি নগরীর চর্থার আমজাদ হোসেন রিপন অস্ত্র ও গোলাবারুদ করছেন মজুদ।

 

একাধিক এলাকাবাসী ও তার একান্ত সহযগী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, রিপনের সৌদি মোবাইলের দোকান আছে বলে সবাই জানেন,আসলে না সে মূলত ব্যবসার আড়ালে স্বর্ণের বার,ইয়াবা,হেরয়িন,হোয়াইন,দামী অস্ত্র এর ব্যবসা করে দীর্ঘদিন যাবত ইন্ডায়া থেকে আন অফিসিয়াল মোবাইলও বাংলাদেশে আনে।সে প্রতি মাসে ১৫ দিন থাকেন বাংলাদেশে আর ১৫ দিন থাকেন সৌদি সহ বিভিন্ন দেশে!

 

কুমিল্লা আদর্শ সদরের গোলাবাড়ী সীমান্ত রোডের গোমতী সেতুর উত্তরপাড় শালধর চেকপোষ্টে ০২সেপ্টেম্বর ২০২৩ইং রাত অনুমান সাড়ে ৭টায় এস আই মনির ও এএসআই আরমান টিম ওই সিন্ডিকেটের ০৩ টি বিলাশ গাড়ি বহরে এক যোগে আসার পথে তল্লাশি করে মাল সহ ধরে-দফারফা শেষে ছেড়ে দেওয়ার সময়,ভিডিও করতেছেন এই সন্দেহে ৩ সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে,উক্ত হামলার ঘটনায় এক সাংবাদিক আহত হয়েছেন, প্রচুর পরিমান রক্ত ক্ষরণ হয়েছে ঐ সাংবাদিকের!

 

অনুসন্ধান সূত্রে জানা যায় যে কুমিল্লা জেলা সদরের বিবির বাজার,কটক বাজার, অরণ্যপুর,শশীধল, বাগড়া, গোলাবাড়ি, আশাবড়ি, শংকুচাইল, শুয়াগাজী, কনেশতলা,এক বালিয়া ও ১৪ গ্রাম পর্যন্ত রয়েছে ভয়ঙ্কর ওই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে মোট কথা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সব গুলি সীমান্ত আমজাদ হোসেন রিপনের সিন্ডিকেটের দখলে যখন তখন প্রবেশ ও যা ইচ্ছে তাই নিয়ে আসতে পারেন!

 

তারা স্বর্ণের বার, ইয়াবা,হেরয়িন, হোয়াইন,দামী অস্ত্র ও আন অফিসিয়াল মোবাইলের চোরাই ব্যবসা! তার বিরুদ্ধে ইন্ডিয়াতে শিশু সহ নারী পাচারের অভিযোগও উঠেছে তবে এই বিষয়ে এখনও আমাদের অনুসন্ধান চলছে!

 

বিভিন্ন রাজনৈতিক নেতাদের দামী গিফট দিয়ে,নেতাদের সাথে ছবি তুলে-যখন যে দল ক্ষমতায় আসে সেই দলকেই আমজাদ হোসেন রিপন ব্যবহার করেন!

 

অনেকেই বলছেন,সে ঢাকার আলোচিত নেতা ইসমাইল হোসেন সম্রাট এর মতোন নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন, অনলাইন ফেইবুকে এমপি ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহার করে নিজেকে সরকার দলীয় লোক বলে প্রকাশ করতে চাচ্ছেন। সরকার দলীয় এমপি ও নেতাদেরকে নাম ব্যবহার করে।

 

বর্তমান সরকার দলীয় নেতাদের সহযোগিতায় রিপন চক্র দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে- জামায়াত ও বিএনপির প্রোডাক্ট,আন্ডার গ্রাউন্ডে সে জামায়াত ও বিএনপির নেতাদেরকে পরিবার সহ সৌদিতে দাওয়াত দিয়ে নিয়ে যান ওখানে ফ্রিতে হজ্ব পালন সহ সব কিছুই আমজাদ হোসেন রিপন বহন করেন। তাদেরকে আসার সময় আবার নিজের কিছু মালামাল দিয়ে দেশে পাঠিয়ে দেন তাদেরকে দেন আর্থিক যোগান! সূত্র নিশ্চিত করেন,সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমজাদ হোসেন রিপন চক্র অস্ত্র ও কালো টাকার যোগান দিয়ে যাচ্ছেন রাজনৈতিক দল গুলি কে।

 

এদিকে কুমিল্লায় সীমান্ত চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক একেএম নাজমুল হাসান বলেন, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পথে গোলাবারুদ ও অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে বিজিবির সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান!

 

অনুসন্ধান সূত্র জানান, ওয়ারেন্টের আসামী আমজাদ হোসেন রিপনের অবৈধ লেনদেন চলে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তের চেক পোস্টে!

 

আমজাদ হোসেন রিপনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা ও ওয়ারেন্ট তবুও ঘুরে প্রকাশ্যেই, চর্থার এক লোককে কুপিয়ে অঙ্গহানি করে,এঘটনার মামলা দায়েরের পরে তার বাবা তাকে সৌদিতে পাঠিয়ে দেন অত্যন্ত একটি হতদরিদ্র পরিবারের সন্তান ছিল,সৌদিতে গিয়ে ওই আমজাদ হোসেন রিপন কালো বাজারীর ব্যবসার লাইন পেয়ে এখন কালো টাকার বনে গেছেন!

 

সে বলছেন-এমপি তার কথায় উঠবস করেন আর প্রশাসন আমার কাছ থেকে মাসিক নেন আমার কথা মতো চলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews