আবু ছালেহ্, ব্যুরো চীফ:
বহুল প্রতিক্ষিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহন আজ ২৭ জানুয়ারী বুধবার সকাল ৮ টায় শুরু হয়েছে। নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত ।
এদিকে সকাল ৯টায় বহদ্দারহাটস্থ এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক বদিউল আলমসহ নেতৃবৃন্দ এসময় রেজাউল করিম চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন।
সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সুসম্পন্ন হবে এবং স্বাধীনতার নৌকার নিরঙ্কুশ বিজয় হবে বলে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।এর আগে সকাল ৭টায় তিনি তাঁর পিতা মাতা ও পূর্ব পুরুষদের কবর জেয়ারত করেন। এরপর তিনি বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে যান
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy