প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২০, ৩:৫২ পি.এম
নিশংস ভাবে মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার মামলায় আরে ১ জন গ্রেফতার এ নিয়ে মোট ৩৪ জন
মিঠু মুরাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যার ঘটনায় গ্রেফতার বুড়িমারী কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন মো. আফিজ উদ্দিন (৬০) কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে এ মামলায় শনিবার হেলাল উদ্দিন (৩২) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলাল এজাহারভুক্ত আসামি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ওসি ওমর ফারুক।
তিনি আরও বলেন, ১২তম ধাপে গ্রেফতার মোয়াজ্জিন আফিজ উদ্দিন (৬০) কে এ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত -৩ এ সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক রবিবার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
গত ২৯ অক্টোবর ওই মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও লাশ পুড়িয়ে ছাই করার ঘটনা ঘটে।
এ মামলায় গ্রেফতার হওয়া মোয়াজ্জিনকে এজাহারে উল্লিখিত নামের বাইরের তালিকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ওসি।
আর হেলালকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত । পাটগ্রাম থানার ওসি জানান, শনিবার দুপুরে হেলাল উদ্দিনকে বুড়িমারী থেকে গ্রেফতার করা হয়। সে বুড়িমারীর উফারমারা গুড়িয়াটারি এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তাকে তিনটি মামলাতেই গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে!
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy