ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
২৫ অক্টোবর মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ, কাল থেকে নতুন স্বপ্ন নিয়ে সাগরে যেতে প্রস্তুত কুতুবদিয়ার জেলেরা । এতে প্রায় সাড়ে ৭০ হাজার কক্সবাজার জেলেদের মহাব্যস্ততায় দিন যাচ্ছে । তবে, এ বন্ধের সময়ে পরিবারের সাথে দিন কেটেছে জেলেদের । মঙ্গলবার সকালে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ঘাট থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যাত্রা শুরু করবে তারা ।
এ মহাব্যস্ততার মাঝে জেলেরা ধারদেনা করে স্থানী দোকান থেকে বাজারসহ আনুষঙ্গিক কাজ শেষ করেছে । অনেকেই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা যায় । জেলেরা নিজ নিজ ট্রলারে জাল ও মাছ ধরতে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে । আবহাওয়া ও পরিবেশ পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকলে কাল থেকে তারা ট্রলারে বরফ নিয়ে সাগরে যাত্রা শুরু করবে এদিকে, দীর্ঘ ২২ দিন পরেই মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিতে জেলে পল্লীতে আনন্দের হাওয়া বইছে । একাধিক এলাকার একাধিক জেলের সাথে কথা বললে তারা জানান, এ ২২ দিন কষ্ট করে চলতে হয়েছে তাদের । তবে , বেশী মাছ পাওয়ার আশায় নতুন স্বপ্নে সাগরে যাচ্ছি । ভাগ্য ভালো হলে বিগত দিনের ধারদেনা পরিশোধ করার সুযোগ হবে বলে মনে করেন তারা ।
কক্সবাজার উপকূলের বিভিন্ন মৎসজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি-সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, কাল নিষেধাজ্ঞার শেষে কক্সবাজার জেলায় প্রায় সাড়ে ৭০ হাজার জেলে মাছ ধরতে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সাগরে যাওয়া শুরু করবে ট্রলারগুলো ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy