নিষ্পত্তি হলো বেলাব থানার সব মামলা
নরসিংদীর বেলাব থানায় আগস্ট মাসের শেষে সব অপেক্ষমাণ তদন্ত ও মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট মাসে মূলতবি মামলা ছিল ৪৪টি। যার মধ্যে নিষ্পত্তি হয়েছিল ১৫টি। ২০২১ সালের আগস্ট মাসে মূলতবি মামলা ছিল ১২টি। যার মধ্যে ১২টি মামলায় নিষ্পত্তি হয়ে হয়েছে। মামলা নিষ্পত্তির হার শতভাগ।
২০২০ সালের আগস্ট মাস শেষে মূলতবি অনুসন্ধান স্লিপের সংখ্যা ছিল ৩৩টি। ২০২১ সালের আগস্ট মাস শেষে মূলতবি অনুসন্ধান স্লিপের সংখ্যা শূন্য। ২০২০ এর আগস্ট মাস শেষে অনিষ্পত্তিকৃত পুলিশ ক্লিয়ারেন্সের সংখ্যা ছিল ১৯টি। আর ২০২১ সালের আগস্ট মাসে ৩০৪টি পুলিশ ক্লিয়ারেন্সই নিষ্পত্তি করা হয়েছে।
২০২০ সালের আগস্ট মাস শেষে মূলতবি অপমৃত্যুর মামলা ছিল পাঁচটি। ২০২১ সালের আগস্ট মাস শেষে মূলতবি অপমৃত্যু মামলার সংখ্যা শূন্য। ২০২০ সালের আগস্ট মাস শেষে পুলিশ অফিসের বিভিন্ন মূলতবি স্মারক নিষ্পত্তির সংখ্যা ছিল ৯৮টি। ২০২১ সালের আগস্ট মাস শেষে বিভিন্ন মূলতবি স্মারক নিষ্পত্তির সংখ্যা ১০১টি। অর্থাৎ সব স্মারকই নিষ্পত্তি করা হয়েছে।
বেলাব থানার ওসি (তদন্ত) উত্তম কুমার রায় বলেন, বর্তমানে বেলাব থানা মামলা শূন্য। যেগুলো বাকি ছিল সবই নিষ্পত্তি হয়েছে। আমাদের হাতে বর্তমানে তদন্তধীন কোনো মামলা নেই। সব নিষ্পত্তি করে আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, এরই মধ্যে অপেক্ষমাণ মামলার তদন্ত থানা থেকে নিষ্পত্তি করা হয়েছে। অপমৃত্যু মামলা থেকে শুরু করে কোনো কিছুই মূলতবি নেই। পুলিশ সুপার মহোদয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনায় বেলাব থানার সব পুলিশ সদস্য কঠোর পরিশ্রম ও আন্তরিকতায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy