সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়া একটি ট্রাকের চাপায় তিন জনের মৃত্যু হয়। এদের মধ্যে ঘটনাস্থলেই দুই জনের এবং হাসপাতালে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আরও চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের পাশে তাড়াশ উপজেলার খালকুলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, নিহতরা হলেন জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকার মানিক মিয়া (২৫), তাড়াশ উপজেলার খালকুলা গ্রামের মাছ বিক্রেতা ময়নাল হোসেন (৩২) ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন।। এসআই বলেন, ঢাকা থেকে নাটোরগামী ১৬ চাকার রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালকুলা বাজারে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ ঘটনা দুইজন আহত হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি। চালক পালিয়ে গেছেন বলে এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।
Leave a Reply