
নীলফামারীতে নিজ গৃহে খুন হলেন, জাদুকর হোসেন আলী ফকির
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক :
নীলফামারী পৌর এলাকার নীলকুব্জ পাড়ার নিজ গৃহে খুন হলেন, জাদুকর হোসেন আলী ফকির (৫৫)। জানা যায় তিনি নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই বুড়ির ডাঙা এলাকার বাচ্চা মিয়ার প্রথম পুত্র। ২০ বছর পূর্বে এলাকা ছেড়ে ঢাকায় পাড়ি জমায়, সেখানে রাস্তায় মহল্লায় জাদু দেখাতেন।
কয়েক বছর আগে আবার নীলফামারিতে এসে এখানে বসতি স্থাপন করেন। সরজমিনে জানা যায়, গতকাল ১০ জুলাই রাত সাড়ে তিনটায় হোসেন আলীকে রক্তাত্ত অবস্থায়,তার ছেলে বাড়ান্দায় দেখতে পেয়ে, চিৎকারে পাড়ার লোকজন থানায় খবর দিলে, সদর থানার ওসি তদন্ত মাহমুদ উন নবী এবং সিআইডি ঘটনাস্থল এসে উপস্থিত হয়ে, হাত পা এবং গলাকাটা মরদেহ দেখতে পায়।
সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নীলফামারী থানার ওসি তদন্ত মাহমুদ উন নবী জানান, নিহত ব্যাক্তির স্ত্রী সুফিয়া বেগম( ৪৫) ছেলে রশিদুল ইসলাম ও মতিয়ার রহমান কে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply